শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

বগুড়ায় বাসচাপায় মোটর সাইকেল আরোহী নিহত

বগুড়ায় বাসচাপায় মোটর সাইকেল আরোহী নিহত

স্বদেশ ডেস্ক:

বগুড়ায় বিআরটিসি বাসের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটর সাইকেল আরোহীর নাম রবিউল ইসলাম (৪১)। তিনি নওগাঁ জেলার বদলগাছি থানার হাজিপুর গ্রামের মৃত ফজলুল হকের পুত্র।

বগুড়া সদর থানার এসআই খোরশেদ আলম জানান, ঢাকা থেকে রংপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস বগুড়া শহর প্রথম বাইপাস রোডের ভবের বাজার এলাকায় বিপরীতমুখী মোটর সাইকেলকে চাপা দেয়। এসময় মোটর সাইকেল আরোহী রবিউল ঘটনাস্থলেই নিহত হয়।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসচালক পালিয়ে যায়। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877