সোমবার, ২০ মে ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নেতা মুকুল বোস মারা গেছেন

আওয়ামী লীগ নেতা মুকুল বোস মারা গেছেন

স্বদেশ ডেস্ক:

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন। বাংলাদেশ সময় শনিবার ভোরে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় তার।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি জানিয়েছেন।

এর আগে, ১৬ মে ঢাকার রায়েরবাজারের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মুকুল বোস। তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরদিন সেখান থেকে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয় তাকে। তার অবস্থার আরো অবনতি হলে লাইফ সাপোর্ট দেয়া হয়।

এর পরে ভারতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেয়া হয় মুকুল বোসকে। সেখানেই শনিবার ভোরে তার মৃত্যু হয়।

জানা যায়, দীর্ঘ দিন ধরে মুকুল বোস হার্ট, লিভার ও কিডনির জটিলতায় ভুগছিলেন।

সর্বশেষ ২০১৬ সালে আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হলে এর প্রায় আড়াই মাস পর ২০১৭ সালের ৮ জানুয়ারি তাকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য করেন সভাপতি শেখ হাসিনা।

এর পর ওই বছরের ৩১ জানুয়ারি মুকুল বোসকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করার কথা জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877