শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সেনেগালে নৌকায় আগুন লেগে ১৪ অভিবাসীর মৃত্যু

সেনেগালে নৌকায় আগুন লেগে ১৪ অভিবাসীর মৃত্যু

স্বদেশ ডেস্ক:

দক্ষিণ সেনেগালে একটি নৌকায় আগুন লেগে কমপক্ষে ১৪ অভিবাসী মারা গেছেন। স্থানীয় একজন মেয়র এবং এক স্বাস্থ্য কর্মকর্তা এএফপিকে মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

সোমবার আগুন লাগার পর কাসামান্সের উপকূলীয় শহর কাফাউন্টাইনের মেয়র ডেভিড দিয়াট্টা বলেন, ‘আমরা ১৪টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’

শহরের প্রধান নার্স বুরামা ফাবোর বলেছেন, ২১ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

নৌকাটিতে প্রায় ১৪০ জন লোক ছিল, যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের মধ্যে ৯০ হন প্রাণে রক্ষা পেয়েছেন।

মেয়র দিয়াট্টা বলেছেন, ‘সেখানে গিনি, নাইজেরিয়া, গাম্বিয়া ও সেনেগালের নাগরিকরা রয়েছেন।’ তবে এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।’

মেয়র বলেন, ‘বেঁচে থাকা ব্যক্তিরা বলেছেন, কারো ধূমপান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যেখানে ধূমপান করা হয় সেখানে জ্বালানি ছিল।’

নাইজেরিয়া থেকে গাম্বিয়া হয়ে সেনেগালে আসা এক বাবার বক্তব্য বর্ণনা করে তিনি বলেন, ঘটনায় তিনি ট্রমাটাইজড। ‘তিনি এখনো তার স্ত্রী এবং সন্তানদের খুঁজে পাননি।’

মেয়র বলেন, ‘এখানে কোনো ডাক্তার নেই, কেবল নার্সরা আছেন; আমাদের মর্গ নেই, তাই অবিলম্বে লাশ দাফন করতে হবে।’

তিনি বলেন, ‘তাদের পরিবার কখনো জানতে পারবে না, তারা বেঁচে আছেন অথবা মারা গেছেন।’

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877