স্বদেশ ডেস্ক:
এক কর্মকর্তার বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। ওই বাসার তোশকের নিচে, দেয়ালের তাকসহ ঘরের বিভিন্ন স্থানে সেই টাকার খোঁজ পাওয়া যায়। পরে সেই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, জিতেন্দ্র কুমার নামের ওই ব্যক্তি ভারতের বিহার রাজ্যের পাটনার ড্রাগস ইন্সপেক্টর হিসেবে কর্মরত। হিসাববহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে গতকাল শনিবার পাটনায় তার বাসায় অভিযান চালানো হয়।
জিতেন্দ্র কুমারের বাসা থেকে উদ্ধার হওয়া টাকা গুনতে গিয়ে অনেক বেগ পেতে হয় তদন্ত কর্মকর্তাদের। লুকিয়ে রাখা টাকা বের করে খাটের ওপর রাখা হয়। শুধু নোট গুণতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে, সেই হিসাব দিতে পারেননি কর্মকর্তারা। তারা ধারণা করছেন, সেগুলো ঘুষের টাকা।
নগদ টাকা ছাড়াও বিপুল পরিমাণ অলঙ্কার উদ্ধার করা হয়েছে। দুটো বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়। সেই কর্মকর্তাকে গ্রেপ্তারের পর বিহারে ব্যাপক আলোড়ন পড়ে গেছে।