শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
হজে যাচ্ছেন ইংল্যান্ড স্পিনার আদিল রশিদ

হজে যাচ্ছেন ইংল্যান্ড স্পিনার আদিল রশিদ

স্পোর্টস ডেস্ক:

ধর্মপ্রাণ ক্রিকেটার হিসেবে পরিচিত আদিল রশিদ হজ করতে যাবেন। সেজন্য ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলবেন না তিনি। এছাড়া ক্লাব ইয়র্কশায়ারের হয়েও কিছু ম্যাচ খেলতে পারবেন না এই স্পিনার।

হজ যাত্রার জন্য ইতোমধ্যে ইংলিশ ক্রিকেট বোর্ড থেকে রশিদকে  ছুটি দেওয়া হয়েছে। হজ করে তার ইংল্যান্ডে ফিরতে জুলাইয়ের মাঝামাঝি সময় লাগবে।

এ বিষয়ে রশিদ বলেন, বেশ কিছু দিন ধরেই ভাবছিলাম হজে যাব। কিছুতেই সময় পাচ্ছিলাম না।এই বছর মনে হল, আমাকে যেতেই হবে। বোর্ডের সঙ্গে কথা বলি, ক্লাবের সঙ্গে কথা বলি। ওরাও রাজি আমাকে ছাড়তে। দু’সপ্তাহের জন্য আমি এবং আমার স্ত্রী যাব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে ফিরবেন রশিদ। তার কাছে হজ করতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রশিদ। ভারতের বিপক্ষে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে না রশিদকে।আগামী ৭ থেকে ১৭ জুলাই পর্যন্ত চলবে ভারতের বিপক্ষে এই দু’টি সিরিজ।

তিনি আরও বলেন, আমার কাছে এটা বিরাট মুহূর্ত। প্রতিটা ধর্মেই কিছু বিশ্বাস থাকে। ইসলাম ধর্মে মুসলিমদের জন্য হজ একটা বিরাট জিনিস। বয়স থাকতে থাকতে, শরীরে জোর থাকতে থাকতে হজ করে নেওয়া উচিত। আমি নিজের কাছে দায়বদ্ধ হজ করতে যাওয়ার বিষয়ে।

এদিকে অনেকেই জানিয়েছেন, ভারতের মতো কঠিন সিরিজের সময়ই রশিদের হজ করতে যাওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি। রশিদ বলেন, আমার কখনও মনে হয়নি যে, ভারতের বিরুদ্ধে খেলা রয়েছে, এখন হজ করতে যাব না। আমার সব সময় মনে হয়েছে আমার যাওয়া উচিত। কোন দলের বিপক্ষে সিরিজ রয়েছে সেটা নিয়ে ভাবিনি।

রশিদ জানিয়েছেন তিনি না থাকলেও ভারতের বিপক্ষে সীমিত ওভার ক্রিকেটে সিরিজ জয়ের ক্ষমতা রাখে ইংল্যান্ড। হজে গিয়ে তিনি সেই প্রার্থনা করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877