বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
করোনায় আক্রান্ত ৮ লাখ, মৃত দেড় সহস্রাধিক

করোনায় আক্রান্ত ৮ লাখ, মৃত দেড় সহস্রাধিক

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আট লাখ ১৫ হাজার ২৭০ জন। আর মারা গেছেন এক হাজার ৭৩৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৭১২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৪৫ হাজার ৬৭৯ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫২ কোটি ২২ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৮৪ লাখ ৪৩ হাজার ৩৯৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩৯ হাজার ৭৭১ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ৫৯৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৯০৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৮ লাখ ৯৪ হাজার ৫০৫ মানুষ। ছয় লাখ ৬৯ হাজার ৬১২ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877