মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়লো ফিলিস্তিনি পতাকা! বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে: ওবায়দুল কাদের বিষয়টি আদালতেই সুরাহার চেষ্টা করব, হাইকোর্টের নির্দেশনা নিয়ে শিক্ষামন্ত্রী গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
ব্রিটেনে ৩০ বছরের মধ্যে বৃহত্তম রেল ধর্মঘট

ব্রিটেনে ৩০ বছরের মধ্যে বৃহত্তম রেল ধর্মঘট

স্বদেশ ডেস্ক:

ব্রিটেনের রেলকর্মীরা মঙ্গলবার তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘট শুরু করেছেন। ক্রমবর্ধমান মৃদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিল্পখাতে সঙ্কটের জন্য রেলকর্মীরা এই ধর্মঘটে যোগ দেন।

সোমবার ধর্মঘট এড়াতে আলোচনা ভেঙ্গে যাওয়ায় রেল ইউনিয়ন আরএমটি-এর ৫০ হাজার সদস্য এই সপ্তাহে তিন দিনের কর্ম বিরতি শুরু করছেন।

আরএমটি-এর সাধারণ সম্পাদক মিক লিঞ্চ ওভারগ্রাউরাড এবং লন্ডন আন্ডারগ্রাউন্ড উভয় ক্ষেত্রে মুদ্রাস্ফীতির তুলনায় কম বেতন বৃদ্ধিকে ‘অগ্রহনযোগ্য’ বলে বর্ণনা করেছেন।

ব্রিটিশ পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, অপ্রত্যাশিত ‘গণ-বিভ্রাট’ এড়াতে সরকার সবকিছুই করছে।

তবে তিনি সোমবার পার্লামেন্টে বলেছেন, প্রায় ২০ শতাংশ পরিবহন সেবা চালু থাকবে, এতে জরুরি কর্মী, প্রধান জনসমাগত কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ মালবাহী রুটের প্রতি গুরুত্ব দেয়া হবে।

ঘর্মঘট গ্লাসটোনবুরি মিউজিক ফ্যাস্টিভালসহ বৃহস্পতিবার ও শনিবারের গুরুত্বপূর্ণ ইভেন্টে বিঘ্ন সৃষ্টির ব্যাপক ঝুঁকি রয়েছে।

স্কুলগুলো সতর্ক করে বলেছে, ধর্মঘটে হাজার হাজার কিশোর-কিশোরীর জাতীয় পরীক্ষায় অংশ নেয়ার ক্ষেত্রে সঙ্কট সৃষ্টি হবে।

আরএমটি জানায়, ১৯৮৯ সালের পর ব্রিটেনের রেল নেটওয়ার্কে এটি বৃহত্তম ধর্মঘট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877