বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

বন্যাকবলিত এলাকায় জরুরি ব্যাংকিং সেবার নির্দেশ

বন্যাকবলিত এলাকায় জরুরি ব্যাংকিং সেবার নির্দেশ

স্বদেশ ডেস্ক:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক এলাকার বিভিন্ন ব্যাংকের শাখা ও এটিএম বুথ পানিতে ডুবে গেছে। এ অবস্থায় ওইসব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে। তবে নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে। অবশ্য অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে এরই মধ্যে এসব এলাকার বেশিরভাগ শাখা বন্ধ হয়ে গেছে।

নির্দেশনায় বলা হয়, বন্যা কবিলত এলাকায় ব্যাংকের যে সব শাখা বা উপশাখা বন্যাজনিত কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সে সব এলাকায় ব্যাংক বন্ধ রেখে গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে।

এতে বলা হয়, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর অনতিবিলম্বে গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা থেকে ব্যাংকিং সেবা দেওয়ার ব্যবস্থা নিতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877