শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ নিহত ৩

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২

স্বদেশ ডেস্ক:

ঢাকার নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর ৫টার দিকে নবাবগঞ্জের বাগমারা এলাকায় প্যারাগন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মাইক্রোবাসচালক মনির খান বিল্লাল (৩৫), যাত্রী আবুল কাশেম (৫০) এবং আট বছরের শিশু ফারহানা। তাদের মধ্যে কাশেম ও ফারহানা ঘটনাস্থলে এবং মনির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা দোহারের রায়পাড়ার বাসিন্দা। তারা সম্ভবত বিমানবন্দর থেকে ফিরছিলেন। দুর্ঘটনার ধরন দেখে মনে হয়েছে, চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ