স্বদেশ ডেস্ক:
ন্যাশনাল হেরাল্ড পত্রিকার অর্থ তছরুপের মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তিনদিনে ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এতেও সন্তোষজনক উত্তর না মেলায় আবার তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার বিরতি দিয়ে আগামীকাল শুক্রবার ফের তাকে তলব করেছে ইডি। এর আগে সোম, মঙ্গল ও বুধবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে যুক্ত তহবিল দুর্নীতি মামলায় সোমবারই প্রথম নয়াদিল্লির ইডির সদর দপ্তরে হাজিরা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি। সেদিন দুই দফায় তাকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মঙ্গলবারও ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবারও প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাত সোয়া ৯টা নাগাদ ইডি দপ্তর থেকে বেরিয়ে যান রাহুল।
রাহুল গান্ধী বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ নয়াদিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তরে পৌঁছান। সেই সময় সঙ্গে ছিলেন তার বোন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ভাইকে সেখানে নামিয়ে দিয়েই তিনি চলে যান। এরপর দুপুর ১২টার দিকে রাহুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।
এদিকে, রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করার ঘটনায় প্রায় প্রতিদিনই দিল্লিতে বিক্ষোভ করছেন কংগ্রেস নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতিও হচ্ছে তাদের।