স্বদেশ ডেস্ক:
রাজশাহী রেঞ্জে আবারও বগুড়া জেলা পুলিশ শ্রেষ্ঠ হওয়ায় এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে তাকে পুলিশের বিভিন্ন কর্মকর্তা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে সোমবার সকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন তার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় বগুড়া জেলা পুলিশকে শ্রেষ্ঠ ঘোষণা করেন। বগুড়া জেলায় সন্ত্রাস ও অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে শ্রেষ্ঠত্ব অর্জন করে বগুড়া জেলা পুলিশ। এই নিয়ে গেল ১০ মাসে ৬ বার রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ জেলার পুরস্কার অর্জন করে বগুড়া পুলিশ।
এদিকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক, পুলিশ পরিদর্শক (অপারেশন) শাহীনুজ্জামান শাহীন, উপপুলিশ পরিদর্শক মুঞ্জুরুল হক ভূঞা, মেডিকেল ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান, ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ সুজন মিয়া, সদর ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান, উপশহর ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান, স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল, বনানী ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম, নারুলী ফাঁড়ির ইনচার্জ মাহমুদ ইসলাম। ফুলেল শুভেচ্ছা শেষে পুলিশ কর্মকর্তাগণ পুলিশ সুপারের আরও উত্তরোত্তর সাফল্যে কামনা করেন।