স্বদেশ ডেস্ক:
ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন; তার শারীরিক পরিস্থিতি ভালো আছে। সোমবার ট্রুডো নিজেই কোভিড-১৯ পজিটিভ হওয়ার তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী ট্রুডো সোমবার করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে বলেছেন- ভাইরাসে আক্রান্ত হলেও কোভিড-১৯ টিকা দেওয়ার কারণে ভালো বোধ করছেন তিনি।
টুইটারে দেওয়া এক বার্তায় ট্রুডো বলেন, করোনা শনাক্তকরণ পরীক্ষায় পজিটিভ হওয়ার পর আইসোলেশনে আছেন। করোনা রোগীদের বিষয়ে জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করবেন বলেও উল্লেখ করেছেন।