মেষ রাশি: নতুন কোনও ব্যবসা শুরু করলে উন্নতির যোগ আছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা রাখতে পারেন। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জন ভাল থাকলেও ব্যয়ও থাকবে।
বৃষ রাশি: প্রতিবেশীরা আজ আপনাকে কোনও কাজে ডাকতে পারেন। কাজের জায়গায় আজ কোনও রকম চালাকি না দেখানোই ভাল হবে। ভ্রমণের পরিকল্পনা বাতিল হয়ে যেতে পারে।
মিথুন রাশি: ত্বকে সমস্যা দেখা দেবে। আপনার প্রচেষ্টা আজ সফল হতে গিয়ে বাধা পাবে। মিথ্যার সাহায্য নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে যদি ভাই-বোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হয়, তা হলে সেটা আপসে মিটিয়ে নিন।
কর্কট রাশি : অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরনো সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর বড় সুযোগ হাতে আসতে পারে।
সিংহ রাশি: সঞ্চয়ের তুলনায়, ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয়।
কন্যা রাশি: নতুন কোনও কিছু কেনার জন্য পরিকল্পনা মনে আসতে পারে। স্ত্রীর জন্য ভাল কোথাও ভ্রমণ হতে পারে। স্বজনবর্গের সঙ্গে কোনও বিষয়ে ঝামেলা হতে পারে। বন্ধুর সাহায্যে ভাল কিছু হতে পারে।
তুলা রাশি: প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক রাশি: আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা সৃষ্টি হতে পারে। কিছু কেনাকাটার জন্য খরচ বাড়বে। আজ সারা দিন প্রচুর কাজের চাপ থাকবে।
ধনু রাশি : বাড়িতে অশান্তির জন্য বদনাম। চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। কাজের প্রতি একটু আলস্য দেখা দিতে পারে। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে। চাকরিতে চাপ বাড়তে পারে।
মকর রাশি: সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে।
কুম্ভ রাশি : ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে। শরীরে নানা রকম রোগের লক্ষণ দেখতে পাবেন। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটায় আনন্দ লাভ।
মীন রাশি : ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত।