স্বদেশ ডেস্ক:
মহানবী সা: ও হজরত আয়েশা রা:-এর প্রতি ভারতীয় ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের অবমাননাকর উক্তির প্রতিবাদ ও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে বিশ্বময়। এবার ভারতের রাষ্ট্রদূতকে ডেকে ওই ঘটনার তীব্র নিন্দা জানাল মালয়েশিয়ার সরকার।
বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে বিশ্বে ক্রমশ চাপ বাড়ছে মোদি সরকারের ওপর। ওই কটূক্তির তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। বুধবার কুয়ালালামপুরের পুত্রাজায়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটে এ তথ্য জানানো হয়।
ইতোমধ্যে এ বিষয়টিকে ঘিরে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইরাক, লিবিয়া, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্কসহ অন্য মুসলিম দেশগুলো।
মালয়েশিয়ায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে তলব করে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। শুধু তাই নয়, একে অপরের ধর্মকে সম্মান ও ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে মালয়েশিয়ার তরফ থেকে।