স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে অ্যারিজোনার সীমান্তবর্তী ইম্পেরিয়াল কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত সামরিক বিমানটি একটি এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এই বিমানটি পরিচালনা করে থাকে।
থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মুখপাত্র কর্পোরাল সারাহ মার্শাল জানিয়েছেন, বিধ্বস্ত এই বিমানে কোনো পারমাণবিক পদার্থ ছিল না।