শনিবার, ০৪ মে ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

জামিন পেলেন ফজলে এলাহী

জামিন পেলেন ফজলে এলাহী

স্বদেশ ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা তাকে জামিন দেন। এর আগে সকাল সোয়া ৯টার দিকে তাকে আদালতে তুলে জামিনের আবেদন করা হয়।

জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মুক্তার আহমেদ। তিনি বলেন, ফজলে এলাহীর বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে তা জামিন পাওয়ার যোগ্য। জামিন আবেদন করার পর আজ আদালত তা মঞ্জুর করেন।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফজলে এলাহীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। তিনি স্থানীয় দৈনিক ‘পার্বত্য চট্টগ্রাম পত্রিকা’ ও অনলাইন পোর্টাল ‘পাহাড় টোয়েন্টিফোর’ ডটকমের সম্পাদক। এ ছাড়া দৈনিক কালের কণ্ঠ এবং এনটিভির রাঙামাটি প্রতিনিধি হিসেবেও কাজ করেন তিনি।

কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ২০২১ সালে ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলার বাদী রাঙামাটির সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার। মামলার নম্বর ৮১৭/২২। সংবাদ প্রকাশের জেরে এই মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গতকাল তাকে গ্রেপ্তার করার পর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন সাংবাদিকদের জানান, ফজলে এলাহীর বিষয়ে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারি পরোয়ানা আসার পর তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে তোলা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটায় রাঙামাটি শহরের এডিসি হিল এলাকার নিজ বাসা থেকে ফজলে এলাহীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877