বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ষড়যন্ত্রের রাজনীতিতে নেমেছে বিএনপি : আমির হোসেন আমু

ষড়যন্ত্রের রাজনীতিতে নেমেছে বিএনপি : আমির হোসেন আমু

স্বদেশ ডেস্ক;

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, দেশে সন্ত্রাস এবং নতুন করে হত্যাকাণ্ড ঘটাতে চাই বিএনপি। ১৫ আগস্টের নিয়ে স্লোগান প্রমাণ করে নতুন ষড়যন্ত্রে নেমেছেন তারা।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নিউ ইস্কাটনে নিজ বাসভবনে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের আাগামী দিনের কর্মসূচি প্রণয়নে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি যাদের সঙ্গে যোগাযোগ করছে তাদের রাজনৈতিক সক্ষমতা কতটুকু তা জানে ১৪ দল।

বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, গন আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, বাংলাদেশ তরিকত ফেডারশনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আলী ফারুকী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

বৈঠক প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তাঁর অবদান তুলে ধরা হয়। এ ছাড়াও ১৪ দলের সাবেক মুখপাত্র মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৩ জুন আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877