স্বদেশ ডেস্ক:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল আল মামুন (৭) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়। আজ মঙ্গলবার ওই ছাত্রের মৃত্যু হয়।
প্রায় দুই সপ্তাহ আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মামুনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তিনদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগ পর্যন্ত বাসায় রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। হাসপাতালে ভর্তি হয়ে দুইদিন চিকিৎসা নিতেই শারীরিক অবস্থার বেশ উন্নতি হয় তার। গতকাল রাত থেকেই অনেকটা সুস্থ হয়ে যায় সে। এমনকি আজ সকালেও সুস্থ থাকা আবদুল হঠাৎ দুপুরে বমি করতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
দক্ষিণ বনশ্রীর ওসমান গণি মাদ্রাসার আমপাড়ার ছাত্র মামুনের বাবা সানাউল্লাহ্ পেশায় একজন ভ্যানচালক। মাদারটেকের উত্তরপাড়ার বাসিন্দা তিনি। তিন ভাই ও এক বোনের মধ্যেই মামুনই ছিল সবার ছোট।