স্বদেশ ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ ৭ জন নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের বারিল্লি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে. দুর্ঘটনায় মারা যাওয়া একই পরিবারের ছয়সদস্য হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন।
প্রথমে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে, এরপর ট্রাকের সাথে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সে থাকা সাত জন ঘটনাস্থলেই মারা যান।
এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সূত্র : এনডিটিভি