স্বদেশ ডেস্ক:
নেপালে ২২ আরোহী নিয়ে নিখোঁজ উড়োজাহাজের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের আরোহীদের মধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সোমবার কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
খবরে বলা হয়, স্থানীয়দের বরাত দিয়ে দেশটির সেনাবাহিনী জানিয়েছে- তারা এয়ারের উড়োজাহাজটি মুসতাং জেলার মানপতি হিমালের লামচে নদীর মুখে বিধ্বস্ত হয়েছে।
রোববার সকালের দিকে চার ভারতীয়, তিন জাপানি নাগরিকসহ ২২ আরোহীকে নিয়ে তারা এয়ারের ৯৯-এনএইটি উড়োজাহাজটি নিখোঁজ হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়নের ১০ মিনিট পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে উড়োজাহাজটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার আগ মুহূর্তে সেটি মুসতাং জেলার লেতে এলাকার আকাশে ছিল।