মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

আইপিএলে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন গুজরাট

আইপিএলে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন গুজরাট

স্বদেশ ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল গুজরাট টাইটান্স। ১৫তম আসরের ফাইনাল মঞ্চে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জেতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দলটি। ফাইনালে ব্যাটে-বলে অসাধারণ খেলেন পান্ডিয়া।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা রাজস্থান গুজরাট বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান করে। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ১১ বল বাকি থাকতে ট্রফি জয়ের আনন্দে মাতে গুজরাট।

১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার শুভমন গিলের ৪৩ বলে অপরাজিত ৪৫ এবং পান্ডিয়ার ৩৪ ও ডেভিড মিলারের ১৯ বলে অপরাজিত ৩২ রানে সহজ জয় নিশ্চিত করে গুজরাট।

রাজস্থান বোলার ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণা ও যুজভেন্দ্র চাহাল একটি করে উইকেট দখল করেন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪ ওভারে ৩১ রান তোলেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জিসওয়াল ও জস বাটলার। তবে ১৬ বলে ২২ রান করে যশ দয়ালের বলে আউট হন জিসওয়াল। এরপর গুজরাট বোলারদের দাপটে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় রাজস্থান। বিশেষ করে রাশিদ খান ও হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত বোলিংয়ে রাজস্থান কোনঠাসা হয়ে পড়ে।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৩৯ রান করেন দলের সেরা ব্যাটার জস বাটলার। তিনি পান্ডিয়ার বলে মাঠ ছাড়েন। রিয়ান প্রাগ ১৫ ও অধিনায়ক সঞ্জু স্যামসন ১৪ রান করেন।

পান্ডিয়া ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পান। রবীচন্দ্রন অশ্বিন ২টি উইকেট লাভ করেন। আর তারকা স্পিনার রশিদ খান ৪ ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট তুলে নেন।

গুজরাট চ্যাম্পিয়ন হলেও আসরে সর্বোচ্চ ব্যক্তিগত রান ও উইকেট দখলে ছিল রাজস্থানের দাপট। ১৭ ইনিংসে ৪টি সেঞ্চুরি করা বাটলার ৮৬৩ রান করে অরেঞ্জ ক্যাপ জেতেন। আর একই দলের স্পিনার চাহাল সমান ইনিংসে ২৭ উইকেট নিয়ে পার্পেল ক্যাপ হাতে তোলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877