বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

একদিনেই জাকারবার্গের লোকসান ২২ হাজার কোটি টাকা

একদিনেই জাকারবার্গের লোকসান ২২ হাজার কোটি টাকা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের শেয়ার বাজারের দরপতনের ফলে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার লোকসান হয়েছে। বাংলাদেশি টাকায় এর অর্থমূল্য ২২ হাজার কোটি টাকারও বেশি।

গতকাল সোমবার স্টক এক্সচেঞ্জে বিশাল দরপতন হয়েছে। ১ বিলিয়ন বা তার বেশি পরিমাণ ক্ষতির শিকার হয়েছেন অন্তত ১৮ বিলিয়নিয়ার। এই বছর এটি শেয়ার বাজারে সবচেয়ে বড় দরপতনের ঘটনা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর অব্যাহতভাবে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরই এমন ঘটনা ঘটলো।

কারণ ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে চীন ডলারের বিপরীতে তার মুদ্রার মান কমিয়ে দিয়েছে। ২০০৮ সালের পর এটিই চীনের সবচেয়ে বড় মুদ্রা অবমূল্যায়নের ঘটনা।

এই ক্ষতির মধ্যে আরো আছেন ওরাকল করপোরেশনের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ল্যারি এলিসনও। এদের লোকসান অন্তত ২ দশমিক ৫ বিলিয়ন ডলার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877