স্বদেশ ডেস্ক:
মেক্সিকোর একটি হোটেল ও দুইটি বারে ভয়াবহ বন্দুক হামলা হয়েছে। এতে ১১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় নিহতদের মধ্যে নারীও রয়েছেন।
স্থানীয় সময় গত সোমবার রাতে দেশটির মধ্যাঞ্চলীয় সেলায়া শহরে এই হামলা হয়।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও সিবিএস নিউজ।
সেলায়া শহরের নিরাপত্তা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুক হামলার খবর পেয়ে ভ্যালে হারমোসোর আশপাশে পৌঁছানোর পর কর্মকর্তারা নিহতদের মরদেহ খুঁজে পান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার পর হামলাকারীরা স্থাপনায় আগুন দেওয়ার জন্য পেট্রোল ঢেলে দেয়।