শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

এখন কী করবেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

হজ করতে সৌদি আরব গেছেন সাকিব আল হাসান। অথচ আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তিনি। ঢাকা ছেড়ে রংপুরে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএলে তিনি খেলবেন রংপুরের হয়ে। হঠাৎ করেই চুক্তি করেছেন। এ নিয়েই আলোচনা। বিপিএল গভর্নিং কাউন্সিল বিষয়টিকে ভালোভাবে নেয়নি। সাকিব কীভাবে ঢাকা ছেড়ে রংপুরে গেলেন, সেটা নিয়েই তারা প্রশ্ন তুলেছেন! বেশ ঘটা করে বিপিএলের দলবদল করেছেন সাকিব।

ঢাকা ডায়নামাইটসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে গেছেন রংপুর রাইডার্সে। তার ফ্র্যাঞ্চাইজি বদলের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ঢাকা ডায়নামাইটস। বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং শেষে বোঝা গেল ঢাকঢোল পেটানোর পরও এ মৌসুমে সাকিবের রংপুর রাইডার্সে খেলা নিশ্চিত নয়।

গভর্নিং কাউন্সিল বলেছে, বিপিএলে বর্তমান ফ্রাঞ্চাইজিগুলোর মালিকানায় যারা রয়েছে, তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী মালিকানা শেষ। আগামী আসরে ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকতে হলে নতুন করে চুক্তিবদ্ধ হতে হবে; নিবন্ধন করতে হবে। নতুন মালিকানা পেলেই কেবল খেলোয়াড় চুক্তিবদ্ধ করার কাজ করতে পারবে সংশ্লিষ্ট দলগুলো। এর আগে খেলোয়াড় দলে ভেড়ানোর কাজ সম্পূর্ণই অবৈধ এবং এটা বিসিবির অনুমোদিত বিষয় নয়।

এখন কী করবেন সাকিব আল হাসান? অবশ্য বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডারের কীইবা করার আছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম তাকে মানতেই হবে। তবে কি আবারও ঢাকার জার্সিতেই মাঠ কাঁপাবেন, নাকি রংপুরের হয়ে খেলবেন সাকিবÑ এটাই এখন কোটি টাকার প্রশ্ন। সাকিব যে দলেই খেলুক না কেন, হঠাৎ বিপিএল গভর্নিং কাউন্সিলের সংবাদ সম্মেলন এবং সাকিবের দলবদল নিয়ে প্রশ্ন তোলায় বিপিএলও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল। সমর্থকরা তো বলছেন, সাকিবকে আটকাতেই এমন নিয়মের কথা বলছে গভর্নিং কাউন্সিল। কেননা ঢাকা ডায়নামাইটসের মালিকানায় যে বিসিবির অনেক কর্তাও আছেন! বিশ্বকাপে যে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব, তাতে এ মৌসুমে অন্তত সাকিবকে ছাড়তে চাইবে না ঢাকা মালিক কর্তৃপক্ষ।

এবারের মৌসুমে বিপিএলে সাত দল থেকে আট দলের টুর্নামেন্ট হতে চলেছে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টের সপ্তম আসরটি এবার আট দল নিয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিপিএলের পরিচালনা কমিটি। সেই লক্ষ্যে কিছু নতুনত্ব আনতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

গত মৌসুমের বিপিএলের শিরোপা লড়াইয়ে ছিল সাতটি দল। ইতোমধ্যে আগামী আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চিটাগং ভাইকিংস। তাদের সরে দাঁড়ানোয় নতুন দুটি দল খুঁজতে দরপত্র আহ্বান করেছে বিসিবি। এ ছাড়া চুক্তি অনুযায়ী ছয়টি আসর শেষ হয়ে যাওয়ায় আগামী আসরের আগেই বিসিবির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, যা হবে আগামী চার বছরের জন্য। ফলে ক্রিকেটার থেকে শুরু করে দল সবকিছু নতুন চুক্তি অনুযায়ী হবে। বিপিএল সম্পর্কিত সভা শেষে বিষয়টি জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য মাহবুব আনাম।

দলবদলের বাজারে জোর গুঞ্জন তামিম ইকবাল যাচ্ছেন খুলনা টাইটানসে, মুশফিকুর রহিম যাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। এ ছাড়া ঢাকা ডায়নামাইটস দলে টেনেছে এউইন মরগানকে। রাজশাহী কিংস জেপি ডুমিনি, খুলনা টাইটানস এনেছে শেন ওয়াটসনকে।

তবে নতুন করে বিপিএলে দল নিবন্ধন করা কিংবা নতুন মালিকানা না কেনা পর্যন্ত কোনো দলে কোনো ক্রিকেটারের যোগদান নিশ্চিত নয়। এ মুহূর্তে কোনো খেলোয়াড়ও কারও নয়। সব নতুন করে চূড়ান্ত করতে হবে। ক্রিকেটার দলে ভেড়ানোর কাজসহ নতুন মৌসুমে নতুনভাবে সব কিছু করতে হবে।

তা হলে কেউ কেউ এরই মধ্যে শীর্ষ তারকাদের দলে ভিড়িয়েছেন, চুক্তিও করেছেনÑ সেগুলোর কী হবে? এমন প্রশ্নের জবাবে মাহবুব আনাম বলেন, ‘যারা কাজ করছেন তারা যদি নিজেদের অবস্থান না জানেন, সেটা তো আমাদের দেখার বিষয় নয়। চুক্তি যেটি করেছে তার কোনো ভ্যালিডিটি নেই। যেটা ভ্যালিড কন্ট্রাক্ট না, সেটাকে নিয়ে আলাপ-আলোচনা করার আমি কোনো যৌক্তিকতাই দেখি না।’

মাঠে গড়ানোর আগেই বিপিএলে বেশ জমে উঠেছে, তাই নয় কি?

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877