শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৩০ নেতাকর্মী আহত

ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৩০ নেতাকর্মী আহত

স্বদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহত হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোঃ ইয়াহিয়া, সাবেক সহ সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক এজাজুল কবির রুয়েল, সজীব মজুমদার, শরীফুল ইসলাম শরীফ, জহুরুল হক হলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আহবায়ক সদস্য মানসুরা আলম সহ ৩০ জন।

ঢাবি শাখার সদস্য সচিব আমান উল্লাহ আমান বলেন, আমরা প্রতিদিনের মত স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসের দিকে যাছিলাম। ক্যাম্পাসের অবস্থা আপনারা জানেন। গতকাল তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হামলা করার কথা বলে। তারই অংশ হিসেবে আমাদের ওপর অতর্কিতে হামলা করে। আমাদের নেতাকর্মীরা মেডিক্যালের এমারজেন্সিতে আছে। আমরা মনে করি, আমাদের শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে তারা ক্ষুব্ধ হয়ে এই হামলা করেছে। তাদের হাতে লাঠি-সোটা, হকিস্টিক সহ সব ধরনের দেশীয় অস্ত্র ছিল, আপনারা সেগুলো দেখেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877