স্বদেশ ডেস্ক:
বর্তমান সরকারের অধিনে প্রশাসন ও সংবিধানিক প্রতিষ্ঠানগুলো অসহায় হয়ে পড়েছে। তাই এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আঙ্কায় আছে জনগন বলে মন্তব্য করেছে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
আজ শনিবার স্বেচ্ছাসেবি সংগঠন আলোকিত মানুষ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সংগঠনের নারী উদ্যোক্তারা জাতীয় পার্টিতে যোগ দেওয়ায় তাদের হাতে ফুল তুলে দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টি প্রহসনের নির্বাচন চায় না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডাকা হলে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সংলাপে অংশ নেব। বর্তমানে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই। সকল ক্ষেত্রে প্রসাশক নিয়োগ দেয়া হয়েছে। রাজনীতিবিদদের কোন কর্তৃত্ব নেই। তাই দেশের জনগণের কাছে কারও জবাবদিহিতা নেই।
এ সময় গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপির আদর্শগত পার্থক্য থাকলেও, চরিত্রগত কোন পার্থক্য নেই। দল দুটি দুণীতি, দুঃশাসন, চাঁদাবাজী, টেন্ডারবাজী, দলবাজী করে মানুষের মাঝে বিভেদ তৈরী করেছে। তারা বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করেছে। দেশের মানুষের কোন অধিকার নেই, দেশের মানুষের নিরাপত্তা নেই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু , জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, নাজনীন সুলাতানা, মাসরুর মওলা, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, খোরশেদ আলম খুশু, তিতাস মোস্তফা, মামুনুর রহিম সুমন, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, সাজ্জাদ পারভেজ, আলমগীর হোসেন, জাকির হোসেন খান, আলাউদ্দিন আহমেদ, জিয়াউর রহমান বিপুলসহ আরও অনেকে।