বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

‘পার্টিগেট’ কেলেঙ্কারির জন্য জনসনকে আর জরিমানা দিতে হবে না

‘পার্টিগেট’ কেলেঙ্কারির জন্য জনসনকে আর জরিমানা দিতে হবে না

স্বদেশ ডেস্ক:

ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে বলেছে, তিনি তার সরকারি বাসভবন এবং সরকারি জায়গায় লকডাউন লঙ্ঘন করে সমাবেশের বিষয়ে আর কোনো পদক্ষেপের মুখোমুখি হবেন না। বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ বলেছে যে তারা দেশের করোনাভাইরাস বিধিনিষেধ লঙ্ঘনের বিষয়ে তদন্ত সম্পন্ন করেছে।

মিডিয়া দ্বারা ‘পার্টিগেট’ নামে অভিহিত এই কেলেঙ্কারি জনসনের নেতৃত্বের উপরে বেশ বড় আঘাত করেছে।

জানা গেছে, লকডাউনের সময় জনসন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তার কর্মীদের আয়োজিত ‘ওয়াইন টাইম ফ্রাইডে’ উপভোগ করাসহ আরো আনন্দ করার জন্য সরকারি বাসভবনে জড়ো হয়েছিলেন। দেশের লাখ লাখ মানুষ যখন কোভিড সংক্রমণ কমানোর জন্য সরকারের আরোপিত কঠোর লকডাউনের বিধিনিষেধে আটকে ছিল তখন প্রধানমন্ত্রীর এমন কাজে তাকে পদত্যাগ করার আহ্বান জানান।

পুলিশের তদন্ত সমাপ্ত হওয়ার মানে হলো একজন ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তা স্যু গ্রের পৃথক তদন্তের ফলাফল এখন প্রকাশ করা যেতে পারে।

জনসন বারবার ক্ষমা চেয়েছেন। তবে জেনে শুনে নিয়ম ভঙ্গ করার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, তার অফিসে ১০ মিনিটের কম সময়ের জন্য সমবেত হওয়াকে তার কাছে পার্টি বলে ‘মনে হয়নি’।

ব্রিটেনে ১ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ কোভিড পজিটিভ হয়ে মারা গেছে যা রাশিয়ার পরে ইউরোপে সর্বোচ্চ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877