স্বদেশ ডেস্ক:
ভারতের সাবেক ক্রিকেটার, রাজনীতিবিদ ও টেলিভিশন ব্যক্তিত্ব নভোজিৎ সিং সিধুর এক বছরের জেল দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ৩৪ বছর আগের এক অপরাধের জন্য শাস্তি পেলেন এই কিংবদন্তি ব্যাটার।
এর আগে ১৯৮৮ সালে পাটিয়ালাতে এক লোকের সঙ্গে রাস্তায় বাদানুবাদে জড়িয়ে পড়েন সিধু ও তার বন্ধু রুপিন্দার সিং। এক পর্যায়ে গুরনাম সিং নামের সেই ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন তারা পরবর্তীতে এই মারের আঘাতে মৃত্যুবরণ করেন গুরনাম নামের সেই ব্যক্তি।
পরবর্তীতে গুরনামের পরিবার মামলা করলে মাত্র ১ হাজার রুপি জরিমানা দিয়ে বেঁচে যান সিধু। তবে মামলাটি তখনও নিষ্পত্তি হয়নি। দেশটির সুপ্রিম কোর্ট ২০১৮ সালে পুনরায় মামলাটি আবার রিভিউ করে। সেই মামলায় এবার এক বছরের জেলে থাকার শাস্তি পেলেন সিধু।
সিধু ভারতীয় দলের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ৫১ টেস্ট এবং ১৩৬ ওয়ানডে খেলেছেন।