স্বদেশ ডেস্ক:
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল ও তরুণ মাহমুদুল হাসান জয়।
ম্যাথুজের ১৯৯ রানের সুবাদে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করে ৩৯৭ রান। জবাবে সোমবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে ব্যাট হাতে বাংলাদেশ করেছিল বিনা উইকেটে ৭৬ রান।
মঙ্গলবার অবিচ্ছিন্ন জুটি আবার মাঠে নেমে দেখা পায় ফিফটির। ৭৩ বলে ফিফটি পূর্ণ করেন তামিম। তার টেস্ট ক্যারিয়ারের ৩২তম ফিফটি এটি।
এরপর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির দেখা পান জয়। ফিফটি করতে তিনি খরচ করেছেন ১১০ বল। ফিফটি করার পর ছক্কা হাকাতে গিয়ে জীবন পান জয়। বাউন্ডারি লাইন থেকে ক্যাচ ফেলে দেন আসিথা ফার্নান্দো।
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন জয়। পরের টেস্টের দুই ইনিংসে শূন্য রানে আউট হন তিনি। সেখান থেকে বেশ ভালোমতোই ঘুরে দাড়ালেন তিনি।
এই প্রতিবেদন লেখা অবধি তামিমের ব্যক্তিগত রান ৮৯, জয়ের রান ৫৭। ৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৫৬।