স্বদেশ ডেস্ক:
পাকিস্তানের করাচিতে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে এক নারী নিহত হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১১ জন। সোমবার রাতে এমএ জিন্নাহ রোডে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনা নিশ্চিত করেছে।
সিভিল হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. রুবিনা জানান, বোমা হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আহত ১১ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ডিভাইস (আইইডি) একটি মোটরসাইকেলে লাগিয়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কয়েকটি মোটরসাইকেল, রিক্সা ও একটি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর পরই বোম ডিস্পোজাল স্কোয়াড সেখানে পৌঁছায়।
এদিকে কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) সিনিয়র কর্মকর্তা রাজা উমর খাত্তাব বলেছেন, বিস্ফোরক তৈরিতে বল-বিয়ারিং ব্যবহার করা হয়েছে। এবং মোটরসাইকেলে একটি আইইডি স্থাপন করা হয়েছিল।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন