স্বদেশ ডেস্ক:
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারের অধীনে আরো বেশ কয়েকজন নতুন মন্ত্রী আজ (সোমবার) শপথ নেবেন।
প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে নিজের এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ছাড়াও ১৮ জন মন্ত্রী নিয়োগের পরিকল্পনা করছেন। এছাড়া ৩০ জন প্রতিমন্ত্রী থাকবেন। এর বাইরে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর জন্যেও কয়েকটি মন্ত্রণালয় বরাদ্দ থাকবে।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে।
ইতিমধ্যেই চারজন নতুন মন্ত্রী (শনিবার) শপথ নিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নতুন মন্ত্রীদের নিয়োগ দেওয়া হবে। এছাড়াও, সরকার সংসদের ডেপুটি স্পিকার হিসেবে একজন নারী এমপিকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।