শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স হাইকোর্টে

মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স হাইকোর্টে

স্বদেশ ডেস্ক:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গাইবান্ধার এক নারীর মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। ওই নারীর নাম পারভীন বেগম শায়লা।

সম্প্রতি তার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে।

ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী বিচারিক আদালতের দেয়া কোনো মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠাতে হয়। সে অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই নারীর ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।

২০১৮ সালের ৮ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ এলাকায় একটি বাস থেকে পারভীন বেগম শায়লাকে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে পুলিশ। পরে গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মনিরুল হক একটি মাদক মামলা করেন।

সেই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে গত ৩১ রায় ঘোষণা করেন গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক। রায়ে আদালত ওই নারীকে মৃত্যুদণ্ড দেয়ার পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেন।

তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলার অন্য চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- সোহাগ, বিপুল মিয়া, রমজান আলী ও সাজু মিয়া। তাদের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877