স্বদেশ ডেস্ক: রাজধানীর কলাবাগানে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান এলাকার একটি চতুর্থ তলার ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মনিরুজ্জামান লিটন (৪২), তার স্ত্রী টুম্পা আক্তার (২৭), মেয়ে লাইবা (৯) ও লিবান (০৯)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল। তিনি জানান, মনিরুজ্জামানের ৫০ শতাংশ, টুম্পা আক্তারের ২৫ শতাংশ, মেয়ে লাইবার ১৯ শতাংশ ও ছেলে লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে এসি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছ। ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।