স্বদেশ ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে এক নতুন শঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবেন কিনা পুতিন সে নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন।
গতকাল সোমবার ওয়াশিংটনের এক রাজনৈতিক অনুষ্ঠানে বাইডেন বলেন, পুতিন ভুল করে ভাবছেন ইউক্রেন সংঘাত ন্যাটো আর ইউরোপীয় ইউনিয়ন ভেঙে দেবে।
যদিও যুক্তরাষ্ট্রসহ অনেক ইউরোপীয় দেশ ইউক্রেনের পাশে আছে। বাইডেন এ বিষয়ে আরও জানান, পুতিন খুব হিসেবি মানুষ। বাইডেনের উদ্বেগ পুতিন মনে হয় এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার কোনও পথ খুঁজে পাচ্ছেন না। এ বিষয়ে কিছু করা যায় কিনা তাও ভেবে দেখবেন বলেও জানিয়েছেন বাইডেন।