স্বদেশ ডেস্ক:
শ্রীলঙ্কায় সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ নিয়ন্ত্রণে জারি করা কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। গতকাল সোমবার দেওয়া কারফিউ আজ মঙ্গলবার সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বাড়িয়ে আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে।
আজ দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, জননিরাপত্তা অর্ডিন্যান্সের ১৬ ধারা মেনে যে কারফিউ দেওয়া হয়েছে, তা আজ তুলে নেওয়ার কথা ছিল; পরে তা বাড়ানো হয়েছে।
এতে আরও বলা হয়, কারফিউ চলাকালে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বের হওয়া যাবে।
শ্রীলঙ্কার পর্যটন বিভাগ বলেছে, বেড়াতে আসা বিদেশিদের ট্রাভেল ডকুমেন্টকে তাদের কারফিউ পাস হিসেবে গণ্য করা হবে। চলাচলের সময় তাদের পাসপোর্ট বা বিমানের টিকেট দেখাতে বলা হয়েছে। এ ছাড়াও বিদেশিদের তাদের হোটেলের আশেপাশে থাকার অনুরোধ জানানো হয়েছে।