বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

হংকংয়ের পরবর্তী প্রধান নির্বাহী হচ্ছেন সেই জন লি

হংকংয়ের পরবর্তী প্রধান নির্বাহী হচ্ছেন সেই জন লি

স্বদেশ ডেস্ক;

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী হচ্ছেন সেই সাবেক নিরাপত্তা প্রধান জন লি কা-চিউ। বর্তমান প্রধান নির্বাহী ক্যারি লামের পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। রোববার ১ হাজার ৪১৬ ভোটে নির্বাচিত হলেন সাবেক বিতর্কিত নিরাপত্তা প্রধান। মাত্র আটটি ভোট তার বিপক্ষে গেছে।

হংকংয়ে প্রথমবার কোনো সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে বসছেন। তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের। হংকংয়ে বেইজিংয়ের আরোপিত বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নে ভূমিকা রাখায় ৬৪ বছর বয়সী জন লি’র ওপর ২০২০ সালে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গণতন্ত্রপন্থী আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিলেন তিনি।

চীনা কর্তৃপক্ষ জানায়, ২০১৯ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভের কারণে স্থিতিশীলতা পুনরুদ্ধারে আইনটি প্রয়োজনীয়। আইনটির বিরুদ্ধে নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877