বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে মাদক কারবারি’ নিহত

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে মাদক কারবারি’ নিহত

স্বদেশ ডেস্ক: ময়মনসিংহে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত জনি মিয়া (২৬) মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। সে নগরীর পাট গুদাম এলাকার জয়নাল আবেদীনের ছেলে। রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কোতোয়ালী থানাধীন চরপুলিয়ামারী এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন ও ১টি ষ্টিলের চাকু উদ্ধার করে । এ ঘটনায় আহত হয়েছেন এক এসআইসহ দুই পুলিশ সদস্য।

পুলিশ জানায়, ময়মনসিংহ সদর উপজেলার চরপুলিয়ামারি এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কিছু মাদকব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

এ সময় পুলিশেের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে জনি মিয়া নামের এক মাদকব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত জনির বিরুদ্ধে মাদক, ডাকাতি, ছিনতাইসহ ১১টি মামলা রয়েছে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877