স্বদেশ ডেস্ক
দুই বছর পর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ঈদের জামাত। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় শুরু হবে ঈদের প্রধান জামাত। ঈদগাহে এবারের জামাতে ৩৫ হাজার মানুষের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই গরমে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসা মানুষকে স্বস্তি দিতে ব্যবস্থা করা হয়েছে ৭০০ বৈদ্যুতিক পাখার। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।
তিনি বলেন, গরমে মুসল্লিরা যাতে কষ্ট না পান, সে জন্য ৫৫০টি সিলিং ফ্যান ও ১৫০টি স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে।
ওসি আরও বলেন, সোমবার ভোররাতে ঝড় বয়ে গেলেও ঈদগাহের অস্থায়ী অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া ঈদের দিন বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও অন্য সেবামূলক ব্যবস্থাও রাখা হয়েছে। মাঠের চারিদিকে ৪৮টি সিসি ক্যামেরা এবং প্রবেশ পথে পুলিশ ও র্যাবের দুটি কন্ট্রোল রুম বসানো হয়েছে।