রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চৌমুহনীতে ভয়াবহ আগুন, দোকান পুড়তে দেখে ব্যবসায়ীর মৃত্যু

চৌমুহনীতে ভয়াবহ আগুন, দোকান পুড়তে দেখে ব্যবসায়ীর মৃত্যু

স্বদেশ ডেস্খ:

নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুন লাগার প্রায় ৬ ঘণ্টা পর রাত ১২টার দিকে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ততক্ষণে পুড়ে গেছে বাজারের দুই শ’র বেশি দোকান।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনীর ব্যাংক রোডের পশ্চিম পাশের ইসলাম মার্কেট, হক মার্কেট ও স্টেশন মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে চৌমুহনীও মাইজদীসহ ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ভয়াবহ আগুন দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাজারের কাপড় ব্যবসায়ী রিংকু। এছাড়াও আগুন নেভাতে গিয়ে দোকানের ব্যবসায়ী ও কর্মচারীসহ ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মাহাবুব আলম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে দেরি হয়।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, নায়েবে আমির মাওলানা সাঈয়্যেদ আহমেদ, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877