বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজট নেই

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

স্বদেশ ডেস্ক:

মহাসড়কগুলোতে আজ ঘরমুখো মানুষের ভিড়। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর আগ পর্যন্ত আজ শুক্রবার যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট দেখা যায়নি।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা ঘুড়ে এ চিত্র দেখা গেছে। ফলে অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।

এবারের ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বাড়লেও যান চলাচল এখনো রয়েছে স্বাভাবিক। কোথাও কোনো দুর্ঘটনা বা গণপরিবহন বিকল হয়ে যানজট সৃষ্টির খবর পাওয়া যায়নি। তবে রাস্তায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল আরোহীর সংখ্যা বেড়েছে। খোলা ট্রাকের ওপর নারী-পুরুষ ঝুঁকি নিয়ে গন্তব্যে ফিরছেন।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান, চাপ বাড়লেও কোথাও কোনো যানজট নেই। যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ