রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

এবার তাসকিনের ঘরে এলো রাজকন্যা

এবার তাসকিনের ঘরে এলো রাজকন্যা

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ মাঠের ক্রিকেটে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন। তার আগুনে বোলিংয়ে পুড়েছে দক্ষিণ আফ্রিকা, ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। এবার মাঠের বাইরেও দারুণ এক সুখবর পেয়েছেন এই ক্রিকেটার। তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা।

আজ শুক্রবার ভোরে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ২৭ বছর বয়সী এ পেসার। তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা দম্পতির কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিন নিজেই এ সুখবর জানিয়েছেন।

এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন।’

এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ছেলের বাবা হয়েছেন তাসকিন। তার ছেলের নাম তাশফিন আহমেদ রিহান।

তাসকিন ও সৈয়দ রাবেয়া নাঈমার ৫ বছরের দাম্পত্যে এবার দ্বিতীয় সন্তানের জনক-জননী হলেন তারা। এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877