বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

কান চলচ্চিত্র উৎসবের বিচারক দীপিকা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক:

৭৫তম কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় বিচারকদের তালিকায় রয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাম। ২৬ এপ্রিল রাতে উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইটে বিচারকদের তালিকা প্রকাশিত হয়েছে। উৎসব কর্তৃপক্ষ জানায়, বিচারকম-লীর সভাপতির দায়িত্বে থাকছেন ‘টাইটান’ ও ‘ফায়ার’ সিনেমার তারকা ফরাসি অভিনয়শিল্পী ভিনসেন্ট লিনডন। এর মাধ্যমে এক দশক পর কোনো ফরাসি কানের বিচারকম-লীর সভাপতির দায়িত্ব পেলেন।

বিচারকম-লী

ভিনসেন্ট লিনডন (ফ্রান্স), রেবেকা হল (যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র)

দীপিকা পাড়ুকোন (ভারত)

নাওমি রাপাস (সুইডেন)

জাসমিন ত্রিনকা (ইতালি)

আসগর ফরহাদি (ইরান)

লাজ লি (ফ্রান্স)

জেফ নিকোলাস (যুক্তরাষ্ট্র)

যোয়াকিম ত্রির (নরওয়ে)

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ