রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৩৩ হাজার পরিবার

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৩৩ হাজার পরিবার

স্বদেশ ডেস্ক:

ঈদ উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় সারাদেশে ৩২ হাজার ৯০৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি ও জমি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে এ কাজের উদ্বোধন করেন।

ফরিদপুরের নগরকান্দা উপজেলা, বরগুনা সদর উপজেলা, সিরাজগঞ্জ সদর উপজেলা এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারটি ক্লাস্টার ভিত্তিক আবাসন স্থানের সুবিধাভোগী ও স্থানীয় লোকজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

‘মুজিববর্ষ’ উপলক্ষে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি দেয়ার সরকারের উদ্যোগের অংশ হিসাবে এসকল বাড়ি ও জমি দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী একাধিকবার উল্লেখ করেছেন, দেশে কেউ গৃহহীন থাকবে না।

প্রতিটি ইউনিটে দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে যার মূল্য দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ট্যাক্স ও ভ্যাটসহ এর পরিমাণ তিন লাখ ৩০ হাজার টাকা।

বাড়ির পাশাপাশি প্রতিটি পরিবারকে দুই দশমিক এক একর জমির মালিকানার দলিল দেয়া হয়েছে।

এর আগে, সরকার মুজিববর্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম ধাপে ২০২১ সালের ২৩ জানুয়ারি ৬৩ হাজার ৯৯৯টি ঘর দিয়েছে এবং ২০২১ সালের ২০ জুন ৫৩ হাজার ৩৩০টি ঘর দিয়েছে।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের জন্য সারাদেশে প্রায় পাঁচ হাজার ৫১২ একর খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়েছে।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877