স্বদেশ ডেস্ক:
দিনাজপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতাকে মারধরের প্রতিবাদে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।
বুধবার দিবগত রাত ১২টা থেকে মির্জাপুর বাস টার্মিনালসহ বিভিন্ন সড়কে আড়াআড়িভাবে বাস ও ট্রাক রেখে অবরোধ সৃষ্টি করেছেন পরিবহন শ্রমিকরা।
এদিকে হঠাৎ করে বাস বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যের উদ্দেশ্যে বের হলেও বাস চলাচল না করায় যাত্রীদের ফিরে যেতে হয়েছে। কেউবা খুঁজছেন বিকল্প যান।
জানা গেছে, বুধবার বিকেলে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা বাসস্টান্ডে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীকে অটোরিকশা থেকে নামিয়ে বাসে উঠিয়ে নেন এক বাস হেলপার। এ সময় অটোরিকশার চালকরা সেই হেলপারকে মারধর করেন। ঘটনাটি সমাধানের জন্য বাসস্ট্যান্ড শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডাবলু এগিয়ে আসলে তাকেও মারধর করেন অটোরিকশা চালকরা। একপর্যায়ে ডাবলুর মাথায় আঘাত করা হয়।
বাসচালকরা বলেন, আমাদের সহকর্মী ও নেতাকে মারধর করায় আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। দিনাজপুরের সব স্থানেই এমন কর্মসূচি চলছে।
এ প্রসঙ্গে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম বলেন, আমাদের এক শ্রমিক নেতাকে অন্যায়ভাবে মারধর করার প্রতিবাদে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা।