শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ১১৪ ডেঙ্গু রোগী শনাক্ত

সিরাজগঞ্জে ১১৪ ডেঙ্গু রোগী শনাক্ত

স্বদেশ ডেস্ক:

সিরাজগঞ্জে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এই জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১১৪ রোগীকে শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। যাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগীকে ভর্তি করা হয়েছে। এ জন্য স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

আজ রোববার সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন।

তাদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৩৪ জন, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, সিরাজগঞ্জ শহরের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে আট জন, আভিসিনা ও মেডিনোভা হাসপাতালে এক জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। বাকি ৫৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানানো হয়েছে।

এছাড়াও বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগের প্যাথলজিক্যাল পরীক্ষার খরচ ৫০ শতাংশ ছাড় দেওয়ার জন্য বলা হয়েছে বলেও জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877