স্বদেশ ডেস্ক রংপুরে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন,গাঁজা পাচার কিছুতেই থামছে না। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এসব মাদকের চালানের সাথে মাদক ব্যবসায়ীরা ধরা পড়ছেন। তার পরেও কমছে না মাদকের রমরমা ব্যবসা।
র্যাব সূত্রে জানা গেছে, রংপুর র্যাব-১৩ বৃহস্পতিবার মহানগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের মর্ডান মোড়ের এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ ময়নুল ইসলাম (৫৫) ও মোঃ মমিনুল ইসলাম ওরফে মমিন (২৮)কে ৫৭৬ পিস ইয়াবাসহ আটক করে। তাদের বাড়ি তাজহাট আশরতপুর এলাকায়। একই দিন সন্ধ্যায় র্যাব-১৩ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরামপুর রেলওয়ে ষ্টেশনে যাত্রীবাহী ট্রেন তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইনসহ এক নারীকে আটক করে। তার বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায়।
একই দিন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ নগরীর ২৩নং ওয়ার্ডের মিঠু হোটেল এর গলি থেকে ৮৫ পিস ইয়াবাসহ নগরীর মুন্সিপাড়া এলাকার মোঃ মামুন আনাম (৩০) ও জুম্মাপাড়া এলাকার মোঃ এনামুল হাসান ওরফে এনাম (৩০) আদর্শ পাড়া এলাকার দিপক বিশ্বাস (৩২)কে আটক করে। একই দিন রাতে নগরীর সুরভী উদ্যান নিকট হতে ২০ পিস ইয়াবাসহ সাতগাড়া মিস্ত্রী পাড়া এলাকার মোঃ ওমর ফারুক ওরফে চঞ্চল (২৫) আটক করা হয়।