শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:১২ অপরাহ্ন

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীতে এই টিকিট বিক্রি শুরু হয়।

২৬ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টিকিট বিক্রি চলছে। তবে প্রথম দিনে কাউন্টারগুলোতে যাত্রীদের খুব বেশি ভিড় দেখা যায়নি।

টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২৮ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি। আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি হচ্ছে।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ঢাকার সব টার্মিনাল ও কাউন্টারগুলো থেকেই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ২৮ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি।

গাবতলী, সায়েদাবাস, কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ