স্পোর্টস ডেস্ক:
অসহায় আত্মসমপর্ণ! এই মুহূর্তে এর চেয়ে সহজ ও সঠিক শব্দ ঠিক মানাচ্ছে না মুমিনুল হকদের নামের পাশে। ডারবানে দ্বিতীয় ইনিংসের লড়াই ছিল মাত্র ১৯ ওভার। রান করেছিল ৫৩। পোর্ট এলিজবেথে চতুর্থ ইনিংসে একটু উন্নতি! এবার মুমিনুলদের লড়াই ২৩.৩ ওভার! রান ৮০। ডারবান থেকে পোর্ট এলিজাবেথ-দূরত্ব প্রায় হাজার কিলোমিটার (৯১১ কিলোমিটার)। উন্নতি ৫৩ ছাড়িয়ে ৮০। কিন্তু ক্রিকেটারদের মানসিকতায় দেখা যায়নি লড়াইয়ের বিন্দুমাত্র দৃঢ়তা। বরং দুই প্রোটিয়াস স্পিনার কেশব মহারাজ ও সাইমন হার্মারের ঘূর্ণিতে প্রতি মুহূর্তেই ফুটেছিল টাইগারদের অসহায়ত্ব। মুমিনুলদের ব্যাটিং স্কিলে নতুন করে টেস্ট খেলার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। টেকনিক ও মানসিকতা নিয়ে ব্যবচ্ছেদ শুরু হয়েছে।
সোমবার দ্বিতীয় ও শেষ টেস্ট শেষে মুমিনুল সংবাদ সম্মেলনে অসহায় আত্মসমর্পণের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘লড়াই করতে না পারার ব্যাখ্যা একটাই- আমরা খুব বাজে ব্যাটিং করেছি। এটাই, আর কোনও কিছুই নেই। আমার মনে হয়, আমরা খুব বাজে ব্যাটিং করেছি।’
বাংলাদেশ কেন ভালো করতে পারেনি? উত্তরে মুমিনুল বরং পাল্টা প্রশ্ন ছুড়েছেন, ‘আপনারা এমনভাবে বলছেন যেন আমরা একটা টেস্ট ম্যাচ জিতে বিশ্বের এক নম্বর দল হয়ে গেছি। আমার একটা টেস্ট জিতে আগেও যেখানে ছিলাম এখনও সেখানে আছি। হয়তো আপনাদের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। আমাদের নিজেদেরও হয়তো বাড়ছে। আমাদের আরও উন্নতি করতে হবে।’