শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

রুশ বাহিনী নির্যাতন ও কাপুরুষতাকে বেছে নিয়েছে : জেলেনস্কি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

স্বদেশ ডেস্ক:

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া আরও বড় অভিযান চালাতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ অভিযানের বিষয়ে নিজ দেশের নাগরিকদের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। রোববার রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, আগ্রাসনকারী রুশ বাহিনী নির্যাতন ও কাপুরুষতাকে বেছে নিয়েছে।

জেলেনস্কি বলেন, ‘তারা আমাদের বিরুদ্ধে আরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে, এমনকি আরও বেশি আকাশ থেকে বোমা ফেলতে পারে। কিন্তু আমরা তাদের পদক্ষেপের জন্য প্রস্তুত। আমরা জবাব দেব।’

ইউক্রেনের বেসামরিকদের মৃত্যু তাদের নিজেদের সামরিক অভিযানের ফলাফল বলে রাশিয়া যে দাবি করেছে, তা প্রত্যাখ্যান করেন জেলেনস্কি। তিনি বলেন, এটা রাশিয়ার দুর্বলতার চিহ্ন।

জেলেনস্কি বলেন, ‘তারা বুচার হত্যাকাণ্ড নিয়ে বলছে এগুলো তাদের নয়, আমাদের দিকে অভিযোগ করেছ। বুঝতে পারছেন কেন এটা করছে? কাপুরুষতার জন্য।’

ইউক্রেনের নেতা বলেন, ভুল স্বীকার না করে রাশিয়া নতুন ভুল করছে। তিনি বলেন, ‘তারা রাজনৈতিক কোনও সমাধান থেকে নিজেদের বঞ্চিত করছে এবং এই যুদ্ধ শুরুর অবাস্তব আকাঙ্ক্ষা বাদ দিতে অনিচ্ছুক। এর সবকিছুই আসছে কাপুরুষতা থেকে।’ সূত্র : বিবিসি।

facebook sharing button
twitter sharing button

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ