রবিবার, ০৫ মে ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

করোনায় মৃতের সংখ্যা ৬২ লাখ ছুঁইছুঁই

করোনায় মৃতের সংখ্যা ৬২ লাখ ছুঁইছুঁই

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬২ লাখের কাছাকাছি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ৯৯ হাজার ২৭৬ জনে।

আর আক্রান্ত পৌঁছেছে ৪৯ কোটি ৭৮ লাখ ৩৫ হাজার ২২৪ জনে।

এছাড়া সুস্থ হয়েছেন মোট ৪৩ কোটি ৩২ লাখ চার হাজার ১৭৩ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২০ লাখ ৩৪ হাজার ৭৩৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ১১ হাজার ৬৬৫ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ৩৪ হাজার ২১৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৬৮৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১২ লাখ ৩৯ হাজার ৬৩ জন। ছয় লাখ ৬১ হাজার ১৮২ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877